January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 21st, 2024, 8:23 pm

অন্যের কাঁধে ভর দিয়ে ভোট দিতে এলেন ৮৭ বছর বয়সী বিবিজান

ননদ আইছন নেছার কাঁধে ভর করে ভোট দিতে কেন্দ্রে গিয়েছেন ৮৭ বছর বয়সী বিবিজান নেছা।

মঙ্গলবার (২১ মে) গাংনী উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন তিনি।

বিবিজান নেছা নওপাড়া গ্রামের হাজি কছিম উদ্দিনের স্ত্রী।

ভোট দিয়ে কেন্দ্রের বাইরে এসে বিবিজান নেছা বলেন, এটাই হয়তো জীবনের শেষ ভোট আমার। আগে পাড়ার লোকজনের সঙ্গে আনন্দ করতে করতে ভোট দিতে আসতাম। এখন অন্যের কাঁধে ভর করে ভোট কেন্দ্রে আসতে হয়।

তিনি আরও বলেন, নিজের শরীরের ক্ষমতা না থাকায় এবার ননদের কাঁধে ভর করে ভোট দিতে এসেছি। বাড়ির বেটা ছেইলি (স্বামী হাজি সাহেবকে) নাতি-নাতনিরা ভ্যানে করে নিয়ে এসে ভোট দিয়ে নিয়ে গেছে। আমি এসেছি ননদের সঙ্গে।

——-ইউএনবি