বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা সর্বশেষ অবরোধের প্রথম দিন আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলিস্তান এলাকায় একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের (মিডিয়া সেল) গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে বাহন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে সিদ্দিক বাজার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ১০টা ১৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে সোমবার রাতে রাজধানীর টিকাটুলি ও মোহাম্মদপুর এলাকায় দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন