পুলিশের বিদায়ী মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের অবসরোত্তর ছুটিতে থাকাকালে অস্ত্রধারী পুলিশের নিরাপত্তা পাবেন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে অবসরে যাচ্ছেন বেনজীর আহমেদ। তিনি ১৯৮৮ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগ দেন।
প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশের গাড়িসহ সাদা পোশাকের ছয় জন পুলিশ সদস্যের একটি দল বিদায়ী আইজিপির নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি দুই সশস্ত্র দেহরক্ষীর সুরক্ষাও পাবেন।
এছাড়াও বেনজীরের বাসভবনে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনজন প্রহরী থাকবে।
আড়াই বছর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর বেনজীর ২০২০ সালের এপ্রিলে আইজিপি নিযুক্ত হন।
—ইউএনিবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি