January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 18th, 2023, 8:06 pm

অর্থসংকটে নাম প্রত্যাহার করেছে গোপালগঞ্জ

অনলাইন ডেস্ক :

দেশের শীর্ষ পর্যায়ের ফুটবল প্রিমিয়ার লিগে উঠেও নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব। দলবদলের একেবারে শেষ দিনে বুধবার (১৮ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনে চিঠি দিয়ে জানিয়েছে তারা দল না গড়ার কথা। দলটির ম্যানেজার এস এম মামুন অর রশিদ জানিয়েছেন, অর্থসংকটই এর কারণ। ‘আমরা খুব করে চেষ্টা করেছিলাম দল গড়ার জন্য। কিন্তু যারা আমাদের পৃষ্ঠপোষকতা করবে বলে কথা দিয়েছিল তারা শেষ পর্যন্ত না বলে দিয়েছে। নির্বাচনের আগে তারা আর ফুটবলের পেছনে অর্থ খরচ করতে চাইছে না। এই সময়ে পরিস্থিতিটা এমনই। না চাইলেও আমাদের মেনে নিতে হয়েছে।’- বলেছেন দলটির ম্যানেজার।

তবে প্রিমিয়ারে না হলেও এই মৌসুমেই পেশাদার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে খেলার আবেদন করেছে দলটি। গত মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগে তৃতীয় হয়ে প্রিমিয়ারে জায়গা করে নেয় গোপালগঞ্জ। ক্লাবটির সভাপতি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু। এই মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে তাই শুধু ব্রাদার্স ইউনিয়নই যোগ হচ্ছে প্রিমিয়ার লিগে। মোট ১১ দল নিয়ে লিগ হওয়ার কথা। গোপালগঞ্জ সরে দাঁড়ানোয় লিগ হবে এখন ১০ দলের। চ্যাম্পিয়নশিপের লিগের অনেক দলই আর্থিক সঙ্গতি রাখে না প্রিমিয়ারে খেলার মতো। এর আগে ফকিরেরপুল ইয়ংম্যান্সও প্রিমিয়ারে উঠেও খেলতে রাজি হয়নি।