January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 15th, 2023, 9:00 pm

অলিম্পিক আয়োজন করার ইচ্ছা ভারতের

অনলাইন ডেস্ক :

২০৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করতে চায় ভারত। তার দেশ ঐ আসরের বিডে অংশগ্রহণ করবে বলে নিশ্চিত করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এশিয়ার চতুর্থ দেশ হিসেবে ভারত অলিম্পিকের আয়োজক হতে ইচ্ছুক। এ সপ্তাহেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কার্যনির্বাহী কমিটির এক বৈঠক ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যেমে ২০২৮ লস এ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভূক্তির অনুমোদন দেয়া হয়েছে। সরকারের সাথে প্রায় মাসখানেকের আলোচনা সাপেক্ষে আইওসির সভায় অলিম্পিকের বিডে অংশ নেবার আনুষ্ঠানিক ঘোষনা দেন মোদি।

অলিম্পিক আয়োজন ভারতের ১.৪ বিলিয়ন মানুষের স্বপ্ন ও আশা জানিয়ে মোদি বলেন, ‘২০৩৬ অলিম্পিক আয়োজনে ভারত কোন ধরনের ছাড় দিবে না।’ যদিও কোন শহরে অলিম্পিক আয়োজিত হবে এ সম্পর্কে মোদি নির্দিষ্ট করে কিছু বলেননি। তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টের সূত্র ধরে জানা গেছে গুজরাট প্রদেশের রাজধানী আহমেদাবাদেই হতে পারে অলিম্পিকের সব আয়োজন। বিডে এই শহরটিই প্রাধান্যা পাবে বলে ধারনা করা হচ্ছে। আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়াম অবস্থিত। এক লাখ ৩২ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি ইতোমধ্যেই বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যুর মর্যাদা লাভ করেছে।

মাত্র দুই মাস আগে ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছিলেন ভারতে এখন অলিম্পিকের মত বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট আয়োজনের মত অবকাঠামো আছে। দৈনিক পত্রিকা দ্য হিন্দু ঠাকুরের বরাত দিয়ে বলেছে, ‘ভারতের যোগ্যতা নিয়ে কোন প্রশ্ন থাকা উচিত নয়।’ এ বছরই বিশ্বের সব শীর্ষ নেতাদের নিয়ে ভারতে অনুষ্ঠিত হয়ে গেল জি-২০ সম্মেলন। বিশ্বের ক্ষমতাশালী সব নেতাদের একত্র করতে আয়োজনের দিক দিয়ে ভারত কোন কার্পণ্য করেনি। মোদি বলেছেন, জি ২০ সম্মেলনের সাফল্য এটাই প্রমান করে যে ভারত যেকোন ধরনের বড় ইভেন্ট আয়োজনের পুরোপুরি প্রস্তুত।

যদিও ক্রীড়াক্ষেত্রে বড় আসর আয়োজনের খুব একটা সাফল্যের নজিড় নেই ভারতের। ২০১০ সালে ভারতে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু নির্মান কাজে বিলম্ব, মাঝারি মানের অবকাঠামো ও আর্থিক দূর্নীতির বিষয়গুলো সামনে এসে পড়ায় ভারত অনেকটাই ব্যর্থ প্রমানিত হয়েছে। বর্তমানে ভারতে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যেই মাঠের লড়াইকে ছাপিয়ে সূচী ঘোষনায় দেরী, ধর্মশালার বাজে আউটফিল্ড- এসব আলোচনায় ভারতের সাফল্য নিয়ে প্রশ্ন উঠেছে। ২০৩৬ বিশ্বকাপের বিডে ভারতের পাশাপাশি আরো অংশ নিতে পারে তুরষ্ক, ইন্দোনেশিয়া, মেক্সিকো ও পোল্যান্ড।