January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 20th, 2021, 7:32 pm

‘অহঙ্কারী বউ’ সিনেমায় মাহি

নিজস্ব প্রতিবেদক:

বিয়েতে মাহির সম্মতি ছিল না। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়ে করতে হয় তাকে। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন তিনি। মানসিক নির্যাতন চালাতে থাকেন স্বামীর ওপর। তবে এ ঘটনা বাস্তবে নয়, দেখা যাবে রুপালি পর্দায়। এমন গল্পের একটি সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি এই নায়িকা বিয়ে করেছেন। এরপরই ‘অহঙ্কারী বউ’ সিনেমায় যুক্ত হন তিনি। সিনেমায় তাকে ডি এ তায়েবের স্ত্রীর চরিত্রে দেখা যাবে। পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। তবে এ প্রসঙ্গে খুব শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে। এ দিকে মাহি হানিমুন শেষে গত ১৬ সেপ্টেম্বর বিএফডিসিতে ‘বুবুজান’ সিনেমার শুটিংয়ে অংশ নেন। এ সময় শুটিং সেটে তার সঙ্গে ছিলেন স্বামী রকিব সরকার। আগামী ২০ সেপ্টেম্বর থেকে এই নায়িকার ‘নরসুন্দরী’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে।