অনলাইন ডেস্ক :
অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় চিত্রনায়িকা রিয়েলির। সেখানে মুন্নি নামের চরিত্রটিতে নজর কাড়েন। এবার এই নায়িকা হাতে নিয়েছেন ‘নেটওয়ার্ক’ শিরোনামের একটি ওয়েব সিরিজের কাজ। এটি পরিচালনা করছেন সৈকত নাসির। এতে রিয়েলির বিপরীতে আছেন সাঞ্জু জন ও সাজ্জাদ হোসেন। শুরুতে এই সিরিজের গল্প ও নিজের চরিত্র নিয়ে রিয়েলি বলেন, ‘নেটওয়ার্ক’ সিরিজের পুরো গল্পটা আমার ওপর। এখানে আমার চরিত্রের নাম বেগম। একটা স্কুল পড়ুয়া সাধারণ মেয়ের মাদক পাচারের সঙ্গে জড়িয়ে পড়ার গল্প নিয়ে এই সিরিজটি নির্মিত হচ্ছে। রিয়েলি জানালেন, অ্যাকশনধর্মী এই সিরেজের জন্য প্রস্তুত হচ্ছেন। ফাইটের প্রশিক্ষণ থেকে ব্যায়ামাগারেই কাটছে তার সময়। তিনি বলেন, ঘুম থেকে উঠেই গুলশান লেকে গিয়ে দৌড়াই। প্রতিদিন এক থেকে দেড় ঘণ্টা ফাইটের প্রশিক্ষণ নিচ্ছি। জিমে যাচ্ছি। হাত পুরো ব্যথা হয়ে গেছে। রক্ত জমে গেছে। তারপরও থামছি না। কারণ চলতি মাসের ১০ তারিখ থেকে শুটিং। এই সময়ের মধ্যেই নিজেকে পুরোপুরি ফিট করতে হবে। কথায় কথায় রিয়েলি নতুন একটি সিনেমায় কাজের খবরও দিলেন। বললেন, রংপুরে নতুন একটি সিনেমার শুটিং করেছি কিছুদিন আগে। ৭ দিন শুট হয়েছে। আরও কাজ বাকি আছে। সিনেমাটির পরিচালক অনিক বিশ্বাস।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত