অনলাইন ডেস্ক :
জনি ডেপের বিরুদ্ধে একগাদা অভিযোগ এনে শেষে মোটা অঙ্কের জরিমানায় অপদস্থই হতে হলো অ্যাম্বার হার্ডকে। নির্ঘাত এ হারের রেশ তাকে টানতে হবে আরও অনেক দিন। তারই সাম্প্রতিক নমুনা দেখা গেলো ‘আকুয়াম্যান’ সিক্যুয়েলে। শোনা যাচ্ছে, ডিসি সুপারহিরো ছবিটির দ্বিতীয় কিস্তি থেকে অ্যাম্বারের যাবতীয় দৃশ্য ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। ডিসি কমিক্সের একটি সূত্রের বরাতে এ খবর নিশ্চিত করেছে দ্য ডিরেক্ট। যার কারণে ‘আকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’-এ দেখা যাবে না অ্যাম্বারের করা মেরা চরিত্রটিকে। এ নিয়ে প্রযোজনা সংশ্লিষ্ট অনেককে টুইটও করতে দেখা গেছে। এর মধ্যে একজন বলছেন, সিনেমার শুরুতেই দেখানো হতে পারে শিশুর জন্ম দিতে গিয়ে মারা গেছেন মেরা। আদালতে অ্যাম্বারের আইনজীবী বলেছিলেন, পারিবারিক নির্যাতনের শিকার হওয়ার কারণে অ্যাম্বার তার কাজ (সিনেমার) হারাতে বসেছিলেন এবং অভিনয়ের জন্য বেশি টাকাও দাবি করতে পারেননি। এই কথা ঠিক কিনা তা জানতে আদালতে ডাক পড়েছিল ওয়ার্নার ব্রাদার্সের কর্তা ওয়ালটার হামাদার। তিনি আদালতে বলেছিলেন, অ্যাম্বারের পারিবারিক কোনও ইস্যু তাদের কাস্টিংয়ে প্রভাব রাখেনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত