নিজস্ব প্রতিবেদক:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও একদিনের ব্যবধানে তা আবার ১০ ডিগ্রি ছাড়িয়েছে। গত রোববার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকলেও সোমবার (১৩ ডিসেম্বর) সকালে তা বেড়ে হয় ১০ দশমিক ১ ডিগ্রি। আবহাওয়াবিদরা ১৪ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরুর পূর্বাভাস দিলেও তা কিছুটা বিলম্বিত হচ্ছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বরের দিকে দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা কমছে। এই কমার ধারা মোটামুটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। গত রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ২ ডিগ্রি থাকলেও সোমবার (১৩ ডিসেম্বর) তা কমে হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি। সোমবার (১৩ ডিসেম্বর) অগ্রহায়ণের ২৮ তারিখ। আর দুদিন পরই শুরু হবে শীতের প্রথম মাস পৌষ। পৌষের প্রথম সপ্তাহেই দেখা মিলতে পারে শৈত্যপ্রবাহের। এ বিষয়ে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ বলেন, সর্বনিম্ন তাপমাত্রা আবার কিছুটা বেড়ে গেছে। তেঁতুলিয়ায় ৯ দশমিক ৯ ডিগ্রি থেকে বেড়ে ১০ দশমিক ১ ডিগ্রি হয়েছে। রংপুর অঞ্চল বাদ দিয়ে দেশের অন্যান্য অঞ্চলে ২ ডিগ্রি পর্যন্ত কমেছে। ঢাকায় ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ১৮ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে শুরু হতে পারে এই শৈত্যপ্রবাহ। আগামী ৩-৪ দিনের মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও জানান আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন