অনলাইন ডেস্ক :
জুন মাসে শেষ হওয়া প্রান্তিকে আদানি এন্টারপ্রাইজের লাভ বেড়েছে ৪৪ শতাংশ। এপ্রিল-জুন মাসে সংস্থাটির নিট লাভ হয়েছে ৬৭৪ কোটি রুপি। গত বছরের একই সময়ে এই লাভ ছিল ৪৬৯ কোটি রুপি। তবে তাদের আয় ৩৮ শতাংশ কমে ২৫ হাজার ৪৩৮ কোটি রুপিতে দাঁড়িয়েছে। আগের বছর একই সময়ে সংস্থাটির আয় ছিল ৪০ হাজার ৮৪৪ কোটি রুপি। কয়লার মূল্যের কারণেই তাদের আয়ে পতন হয়েছে।তাছাড়া শক্তিশালী অপারেশনাল বৃদ্ধির কারণে একই প্রান্তিকে ইবিআইডিটিএ বার্ষিকভিত্তিতে ৪৭ শতাংশ বেড়ে ২ দুই হাজার ৮৯৬ কোটি রুপি হয়েছে।
আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেন, এই ফলাফলগুলো আদানি গোষ্ঠীর শক্তিশালী অপারেশনাল ও আর্থিক সাফল্যের একটি বৈধতা। সম্প্রতি এক অনুসন্ধানী প্রতিবেদনে গৌতম আদানির বিরুদ্ধে ‘করপোরেট জগতের ইতিহাসে সবচেয়ে বড় ধোঁকাবাজি’র অভিযোগ তোলে হিনডেনবার্গ রিসার্চ। তাদের দাবি, আদানি গ্রুপের কোম্পানিগুলো কয়েক দশক ধরে শেয়ারবাজারে ধোঁকাবাজি এবং হিসাবপত্র জালিয়াতি করে আসছে।
হিনডেনবার্গ আরও দাবি করেছে, আদানির কোম্পানিগুলোর কাঁধে বিশাল ঋণ রয়েছে, যা পুরো গ্রুপটির অর্থনৈতিক ভিত্তিকে অনিশ্চিত করে তুলেছে। এরপরই গৌতম আদানির স¤্রাজ্যে বড় ধাক্কা আসতে থাকে। কমতে থাকে সম্পত্তির পরিমাণ। ধনীদের তালিকায় তার স্থান চলে যায় ৩০- এর নিচে। যদিও সম্প্রতি আবারও ঘুড়ে দাঁড়াতে শুরু করেছে আদানি গ্রুপ।
আরও পড়ুন
রেমিট্যান্স আহরণে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেলো ইসলামী ব্যাংক
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার