অনলাইন ডেস্ক :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিনেত্রী পরীমণি আদালতে হাজিরা দিয়েছেন। তবে সাক্ষী না আসায় নতুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (১২ মে) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক নজরুল ইসলামের আদালতে পরীমণি হাজিরা দেন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এ তথ্য নিশ্চিত করেছেন। আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, ‘আজ পরীমণির পক্ষে ব্যক্তিগত হাজিরা থেকে মওকুফের আবেদন করা হয়। সে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আগামী ২ জুন শুনানির তারিখ নির্ধারণ করেন। এ ছাড়া আজ সাক্ষী না আসায় একই তারিখে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।’ গত বছরের ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়। পরদিন ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরী মণি ও তাঁর সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। এরপর গত ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত পরীমণিকে জামিন দেন। পরদিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত পান।
আরও পড়ুন
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত