January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 24th, 2023, 8:05 pm

আনজামের সঙ্গে দুই ‘বিশ্বাস’

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা অরুণা বিশ্বাস এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন চলচ্চিত্র অঙ্গনে কাজ করলেও কোনো টিভি অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখেনি দর্শকরা। তবে তাদের সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদের হাত ধরে। জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ‘আমি কথা বলতে চাই’ শিরোনামের প্রতিযোগিতামূলক সেলিব্রেটি শোয়ের মাধ্যমে শুক্রবার (২৪ নভেম্বর) একসঙ্গে দর্শকদের সামনে হাজির হয় এই দুই অভিনেত্রী। অনুষ্ঠানটিতে তারা তাদের শৈশব থেকে বর্তমান পর্যন্ত অনেক অজানা কথা বলবেন। পাশাপাশি অনুষ্ঠানটিতে বিভিন্ন সচেতনতামূলক, তথ্যভিত্তিক ও সমসাময়িক বিষয়ের ওপর রচিত নাট্যাংশে উঠে আসা বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন তারা।

সবচেয়ে বেশি সঠিক উত্তর দিয়ে যিনি বিজয়ী হবেন অনুষ্ঠানটি দেখলেই তা জানা যাবে। লিটন খন্দকারের রচনায় গবেষনালব্ধ চারটি নাটিকায় অভিনয় করেছেন বিনয় ভদ্র, শাহিন খান, লিটন খন্দকার, জাহাঙ্গীর আলম, মনিষা, তমাল মাহবুব, শফিক খান দিলু ও নূর। উপস্থাপক, নির্দেশক আনজাম মাসুদের পরিকল্পনা, উপস্থাপনা ও নির্দেশনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহেদ দৌলা খাঁন তুহিন। নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন তাশিক আহম্মেদ। অনুষ্ঠানটি প্রচারিত হবে শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে।