অনলাইন ডেস্ক :
চলতি বছর এশিয়ার একাধিক ছবি ছিল আলোচনায়। তার মাঝে ছিল বাংলাদেশের ছবিও। বলতে গেলে এককভাবে বাংলাদেশের বেশ কয়েকটি ছবি আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়িয়েছে। ভারতীয় গণমাধ্যম মিড-ডের সাংবাদিক মীনাক্ষী শেড্ডি চলতি বছরের সেরা দশ এশিয়ান ছবির একটি তালিকা তৈরি করেছেন। তবে তালিকায় ভারতের ছবি রাখেননি তিনি। একনজরে জেনে নিন ছবিগুলো সম্পর্কে:
রেহানা মরিয়ম নূর (বাংলাদেশ): বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব কান ফেস্টিভ্যালের ৭৪তম আসরে সম্মানজনক জায়গা পায় আবদুল্লাহ মোহাম্মাদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। প্রথমবারের মতো বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে অফিসিয়াল সিলেকশন বিভাগ ‘আঁ সার্তে রিগা’-তে স্থান পেয়ে সিনেমাটি ইতিহাস গড়ে। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে মেডিক্যাল কলেজের একজন সহকারী অধ্যাপককে ঘিরে। যিনি পরিবার ও কর্মস্থল সামলাতে গিয়ে বেশ জটিল জীবনযাপন করেন। মূল ভূমিকায় অভিনয় করেছেন বাঁধন।
নো ল্যান্ড’স ম্যান (বাংলাদেশ): মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমাটিতে অভিনয় করেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী, অস্ট্রেলিয়ার মেগান মিশেল, বাংলাদেশের তাহসান খানসহ ভারতের বেশকিছু শিল্পী। তৃতীয় বিশ্বের একজন মানুষের অস্তিত্বহীনতার বেদনাই ‘নো ল্যান্ডস ম্যান’ এর প্রধান অনুষঙ্গ। বুসান ও কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে এই ছবিটি।
পায়ের তলায় মাটি নাই (বাংলাদেশ): পায়ের তলায় মাটি নাই (নো গ্রাউন্ড বেনিথ দ্য ফিট) ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ রাব্বি মৃধা। আবু শাহেদ ইমনের প্রযোজনায় চলচ্চিত্রটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, প্রিয়াম অর্চি, দীপান্বিতা মার্টিন প্রমুখ। এই গল্পের মূল নায়ক ‘সাইফুল’ নামের এক সাধারণ মানুষ, যাকে তার দুই স্ত্রী, পরিবার, কাজ, নৈতিকতা ও সামাজিকতার নানা দ্বন্দ্বের ভেতর দিয়ে যেতে হয়। এবছর বুসান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে এই ছবি।
আলবোরাডা, দ্য ডনিং অব দ্য ডে (শ্রীলংকা): নোবেল জয়ী চিলির কবি পাবলো নেরুদার একটি অস্বস্তিকর সম্পর্ক থেকে বেরিয়ে আসা এবং পরবর্তীতে স্থানীয় এক নিম্নবর্ণের নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর ঘটনা দেখানো হয়েছে ছবিতে। লুইস জে রোমেরো এবং রিথিকা কোডিথুওয়াক্কু অভিনীত এই ছবিটি টোকিও ফিল্ম ফেস্টিভ্যালে ছিল।
মুলাকাত (পাকিস্তান): মাত্র ২০ মিনিটের এই শর্ট ফিল্মটি নির্মাণ করেছেন ব্রিটিশ-পাকিস্তানি নির্মাতা সীমাব গুল। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবির প্রিমিয়ার হয়েছে। পরিযায়ী ফাতিমা ও হামজা মুস্তাক অভিনীত এই ছবিটি এক কমবয়সী মেয়েকে ঘিরে। মেয়েটির প্রেমিক তার সংবেদনশীল নাচের ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।
দাগ দাগ উজালা (পাকিস্তান): ‘দাগ দাগ উজালা’ ডকুমেন্টারিটি পরিচালনা করেছেন আনাম আব্বাস। করাচীর নারীবাদীরা পাকিস্তানের চরম ডানপন্থীদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সাহসিকতার সাথে একটি ‘আওরাত মার্চ’ (নারী মার্চ) করে। কড়া নজরদারি এবং সহিংসতার হুমকি সত্ত্বেও। বিপ্লবের আশায় তারা পিছু হটে না। এই ৮৯ মিনিটের এই ডকুমেন্টারিটি ইয়ামাগাটা এবং শেফিল্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালে ছিল।
অন্যদিন (বাংলাদেশ): কামার আহমাদ সাইমনের ছবি ‘অন্যদিন’। বিশ্বের বৃহত্তম নন-ফিকশন উৎসব ইডফার মূল আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথমবারের মতো কোনো বাংলা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে ছবিটি। এই হাইব্রিড ডকুমেন্টারিটিতে একাধিক গল্প তুলে ধরা হয়েছে।
আসু ( শ্রীলংকা): নীলম গর্ভবতী, আনন্দের সীমা নেই। এর মাঝেই ধরা পরে তার ক্যানসার। সন্তান জন্মের পরে নীলমের মৃত্যু ঘনিয়ে আসে। ছবিটি টোকিও ফিল্ম ফেস্টিভালে অংশ নিয়েছে।
ভাই (পাকিস্তান): দুই ভাই বিরিয়ানি খেতে একটি রেস্টুরেন্টে যায়। তাদের মাঝে ছোট ভাই অটিজমে আক্রান্ত। ছবিটি তাদের ঘিরেই। টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে হামজা বানগাস পরিচালিত এই ছবি।
হোয়াই ইস দ্য স্কাই ডার্ক অ্যাট নাইট? (ভুটান): থিম্পুর একটি কসাইয়ের দোকানে মাংস কাটার কাজ করে এমন এক কমবয়সী মেয়েকে ঘিরে ছবির গল্প।২৩ মিনিটের এই ছবি ছিল বুসান ফিল্ম ফেস্টিভ্যালে।-মিড ডে
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত