অনলাইন ডেস্ক :
আফগানিস্তান ও তার প্রতিবেশী দেশগুলোর জন্য ৫৮৯ মিলিয়ন ডলারের তহবিল চায় জাতিসংঘ। গত মঙ্গলবার জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম-এর তরফে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই অর্থ সহায়তা চাওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। আফগানিস্তান এবং তার ছয়টি প্রতিবেশী দেশে জরুরি মানবিক প্রয়োজনে সাড়া দিতে এই অর্থ সহায়তা চাওয়া হয়েছে। আফগান সংকটে ক্ষতিগ্রস্ত ৩৬ লাখেরও বেশি মানুষকে সহায়তা প্রদান এবং বিভিন্ন সম্প্রদায়কে তাদের বিদ্যমান দৈন্যদশা কাটিয়ে উঠতে সহায়তা প্রদানের জন্য এই অর্থের প্রয়োজন। আইওএম-এর ডেপুটি ডিরেক্টর জেনারেল ফর অপারেশন্স উগোচি ড্যানিয়েলস। তিনি বলেন, ‘আফগানিস্তানের চলমান সংকট মানবিক চাহিদাকে তীব্র করে তুলছে। এটি দেশের অভ্যন্তরে এবং সীমানা পেরিয়ে এই অঞ্চলের দেশগুলোতে বাস্তুচ্যুতির ঝুঁকি বাড়িয়ে তুলছে।’ তিনি বলেন, ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতার পালাবদল ঘটেছে। এর ছয় মাসের মাথায় আফগানিস্তানের অর্ধেকেরও বেশি সংখ্যক মানুষের এখন মানবিক সহায়তা প্রয়োজন, যা গত বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি। তিনি বলেন, পদ্ধতিগত পতন এবং মানবিক বিপর্যয়ের একটি বাস্তব ঝুঁকির মুখে রয়েছে আফগানিস্তান। দেশটির প্রায় সব নাগরিক এখন দারিদ্র্যের কষাঘাতে নিমজ্জিত।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
দাবানলে পুড়ছে হলিউড হিলস