January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 3rd, 2023, 9:02 pm

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশ

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের প্রথমটির চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন দু’জন নতুন মুখ। কিন্তু মূল ম্যাচের আগে দেখা গেলো একাদশে তাদের কারও জায়গা হয়নি। অনেকটাই অভিজ্ঞদের ওপর ভরসা রেখেছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। যাদের সবারই ভারতের সাফ চ্যাম্পিয়নশিপে খেলার অভিজ্ঞতা রয়েছে। তেকাঠির নিচে যথারীতি আনিসুর রহমান জিকো,রক্ষণে ইসা ফয়সাল,তপু বর্মণ,বিশ্বনাথ ঘোষ ও তারিক কাজী রয়েছেন। মধ্যমাঠে মোহাম্মদ হৃদয়,জামাল ভূঁইয়া ও দুই সোহেল রানা রয়েছেন। ফরোয়ার্ড জোনে শেখ মোরসালিন ও রাকিব হোসেনকে দেখা যেতে পারে। এবারও সম্ভাব্য ৪-৪-২ ছকে খেলা হতে পারে। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়ে থাকা আফগানদের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে।

বাংলাদেশ একাদশ:
আনিসুর রহমান, ইসা ফয়সাল,তপু বর্মণ,মোহাম্মদ হৃদয়,জামাল ভূঁইয়া,শেখ মোরসালিন,রাকিব হোসেন,বিশ্বনাথ ঘোষ,তারিক কাজী,সোহেল রানা ও মোহাম্মদ সোহেল রানা।