অনলাইন ডেস্ক :
প্রয়াত লেখক, সাংবাদিক, গীতিকার আবদুল গাফফার চৌধুরীকে স্মরণ করলেন চিত্রনায়িকা পরীমণি। গত বৃহস্পতিবার ফেসবুকে পোস্ট দিয়ে স্মরণ করেন তিনি। গত বছর পরীমণিকে গ্রেফতারের পর তার মুক্তির দাবিতে সোচ্চার ছিলেন গাফফার চৌধুরী। তাকে নিয়ে কবিতাও লিখেছিলেন তিনি। তাকে নিয়ে লেখা ‘পরীমনি, তুমি কেঁদো না’ শিরোনামে কবিতাটি ফেইসবুকে পোস্ট করে এ চিত্রনায়িকা লিখেছেন, “আমি পেয়েছিলাম ঐ দুর্লভরে। মিলিবে কী আর…!” অক্টোবরের দিকে পরীমণিকে কবিতাটি লিখেছিলেন গাফফার চৌধুরী; যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচিত হয়েছিল। এর আগে বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আবদুল গাফ্ফার চৌধুরী স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে যুক্তরাজ্যের লন্ডনে একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত