January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 17th, 2023, 7:42 pm

আবারও একসঙ্গে রাজ-পরীমণি

অনলাইন ডেস্ক :

অভিমানের বরফ গললো অবশেষে। হলো ঢালিউডের সর্বোচ্চ চর্চিত দম্পতি রাজ-পরীর কাক্সিক্ষত মিলন। বৃহস্পতিবার সকালে সোশ্যাল হ্যান্ডেলে মিলেছে তারই জ¦লজ¦লে প্রতিচ্ছবি। যে ছবিতে দেখা গেছে রাজ্যকে কোলে নিয়ে রাজ-পরীর আবেগী মিলন। অনেকদিন পর কাছে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন শক্ত হাতে। মধুর এই ঘটনাটি ঘটেছে গত রাতে (বুধবার দিবাগত রাত), গানবাংলা টেলিভিশনের দপ্তরে। রাজ-পরী-রাজ্যর এই মিলনের উদ্যোক্তা প্রতিষ্ঠানটির দুই কর্তা দম্পতি কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। বৃহস্পতিবার সকালে ছবিগুলো পোস্ট করে কৌশিক হোসেন তাপস জানান, রাজ্য’র জন্মদিন পালনের জন্য তাদের এই আয়োজন। যে আয়োজনে এসে অভিমানের বরফ গলে রাজ-পরীর।

তবে এ বিষয়ে প্রতিবেদনটি তৈরি করা পর্যন্ত সংশ্লিষ্ট কারও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আগের খবর তো সবারই জানা। পরীর ঘর থেকে রাজের বেরিয়ে পড়া। প্রায় তিন মাস যোগাযোগহীনতা। একাই রাজ্যকে নিয়ে পরীর জীবন ও জন্মোৎসব পালন করা। এবং রাজ্যকে নিয়ে একক লড়াইয়ের ঘোষণাপত্র প্রকাশ। সব মিলিয়ে নেটিজেনরা যখন ধরেই নিয়েছিলেন রাজ-পরীর অভিমানের বরফ আর গলছে না, তখনই এমন খবর ভক্তদের জন্য স্বস্তির বৃষ্টি ঝরিয়ে দিলো। অন্তত ছবিগুলোর নিচের কমেন্ট পড়লে তাই মনে হয়। উল্লেখ্য, চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে ২০২১ সালের অক্টোবরে ঘর বাঁধেন পরী। এরপর গেলো বছরের ১০ আগস্ট তার কোলজুড়ে আসে রাজ্য।