মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলায় রায় ঘোষণার তারিখ আবারও পিছিয়ে দিয়েছে ঢাকার একটি আদালত। তার বাবা ও চাচার করা আবেদনের ভিত্তিতে সোমবার ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।
মামলায় তিন্নির বাবা সৈয়দ মাহবুবুর করিম ও চাচা সৈয়দ রেজাউল করিমের দুই সাক্ষীর জবানবন্দি নেয়ার জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
এর আগে গত ২৬ অক্টোবর একই আদালত মামলার রায় ঘোষণার জন্য ১৫ নভেম্বর দিন ধার্য করেন।
মামলার এজাহারে বলা হয়,২০০২ সালের ১০ নভেম্বর কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর ওপর চীন-বাংলাদেশ মৈত্রী সেতুর ১১ নম্বর পিলারের কাছে মডেল তিন্নিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় পরদিন একটি মামলা দায়ের করা হয়। ২০০২ সালের ২৪ নভেম্বর মামলাটি অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি)স্থানান্তরিত হয়। মামলার তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হক এ মামলায় চার্জশিট দাখিল করেন।
তদন্তে পুলিশ এ মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির জড়িত থাকার প্রমাণ পায়।
২০১০ সালের ১৪ জুলাই ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ তিন্নিকে হত্যার অভিযোগে অভির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
–ইউএনবি
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব