January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 1st, 2023, 8:57 pm

আবারও শীর্ষে রোনালদোর আল নাসর

অনলাইন ডেস্ক :

সোমবার রাতে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে তিউনিসিয়ার ক্লাব মোনাস্তিরকে ৪-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। দলের জয়ের দিনে দ্বিতীয় গোলটি এসেছে রোনালদোর পা থেকে। পেশাদার ক্যারিয়ারে এই নিয়ে ২২তম মৌসুমে কমপক্ষে ১ গোল করলেন সিআরসেভেন। কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের ৪২তম মিনিটে লিড নেয় আল নাসর। গোলটি করেন ব্রাজিলীয় তারকা অ্যান্ডারসন তালিস্কা। লিড নিয়ে বিরতিতে যান রোনালদোরা। বিরতির পর ৬৬তম মিনিটে নাসর ডিফেন্ডার আলওয়াজামির আত্মঘাতী গোলে সমতায় ফেরে মোনাস্তির।

তবে ৭৪তম মিনিটে হেডে গোল করে আল নাসরকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন রোনালদো। ৮৮তম মিনিটে আব্দুল্লাহ আল আমরি আর ৯০তম মিনিটে আবদুল আজিজ গোল করলে আল নাসরের ৪-১ গোলের জয় নিশ্চিত হয়। এই জয়ে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠেছে আল নাসর। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আল শাবাব