অনলাইন ডেস্ক :
বড় ম্যাচে জ্বালে ওঠাই যেন আনহেল দি মারিয়ার কাজ! আর্জেন্টিনার জার্সিতে টানা তিনবার ফাইনালে খেলে করেছেন গোল, পেয়েছেন শিরোপার স্বাদ। এবার আরো একটি ফাইনালে গোল পেলেন দি মারিয়া। বেনফিকাকে পর্তুগিজ সুপার কাপের শিরোপা জিতিয়েছেন তিনি, হয়েছেন ফাইনালের সেরা খেলোয়াড়। আভেইরো মিউনিসিপ্যাল স্টেডিয়ামে বেনফিকা ও এফসি পোর্তোর মধ্যকার ফাইনাল ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৬১তম মিনিটে বেনফিকাকে গোল এনে দেন দি মারিয়া। অর্কুন কোকসুর বাড়ানো বল ডি বক্সের ভেতরে পেয়ে যান দি মারিয়া। বাঁ পায়ের দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান ৩৫ বছর বয়সী এই তারকা। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড পিটার মুসা। ফলে ২-০ গোলের জয়ে শিরোপা নিশ্চিত করে বেনফিকা। ফাইনালে দুর্দান্ত খেলা দি মারিয়া বিবেচিত হয়েছেন ম্যাচসেরা হিসেবে।
২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ফুটবল ইভেন্টের ফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে দি মারিয়ার গোলেই স্বর্ণপদক জেতে আর্জেন্টিনা। ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে তার গোলেই শিরোপা জিতেছিল লিওনেল মেসিরা। এ ছাড়া ফিনালিসসিমায় ইতালির বিপক্ষেও গোল করেছিলেন দি মারিয়া। কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি এসেছিল দি মারিয়ার পা থেকে।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল