অনলাইন ডেস্ক :
গত বছর ঠিক এই আগস্টেই একটি র্যাপ গান তুমুল ভাইরাল হয় সোশ্যাল হ্যান্ডেলে। গানটির নাম ছিলো ‘ব্যবসার পরিস্থিতি’। আর এটি লিখে সুর করে কণ্ঠ দিয়েছেন আলী হাসান! তিনি নিজেই বন্ধুদের নিয়ে সেটি আবার ভিডিও করেছেন। প্রকাশ করেছেন নিজের ফেসবুক-ইউটিউবে। বিপরীতে রাতারাতি সুপারহিট হলো গানটি। গোট দেশের একটাই প্রশ্ন ও বিস্ময়- কে এই আলী হাসান! যে মানুষটি এত সুন্দর করে সবার মনের কথাটি বলে দিলো সুরে-তালে-অভিনয়ে। খোঁজ নিয়ে জানা গেলো, গানটির স্রষ্টা নারায়ণগঞ্জের অখ্যাত হার্ডওয়্যার ব্যবসায়ী আলী হাসান। যিনি তার নিজের ব্যবসার অভিজ্ঞতা কিংবা হতাশা সবার কাছে তুলে ধরার জন্যই র্যাপ গানটি তৈরি করেন।
এরপর আলী হাসান রাতারাতি তারকা বনে যান। তৈরি করেন আরও বেশ কিছু গান। যদিও সেসব আর সেভাবে ফাটেনি। তবে প্রথম গানের ঠিক এক বছরের মাথায় ফের আলোচনায় এলেন আলী হাসান। ১৭ আগস্ট প্রকাশ করলেন তার নতুন গান ‘বাজার গরম’। কাকতালীয় তথ্য, তার এবারের গানটিও ব্যবসা বা বাজার পরিস্থিতি নিয়ে। অনেকটা প্রথম গানটির সিক্যুয়েলও বলতে পারেন। আগেরবার তিনি ছিলেন বিক্রেতা এবার তিনি ক্রেতার ভূমিকায়। সঙ্গে দেখা গেছে তার র্যাপার বন্ধুদের। আলী হাসান জানান, ‘‘ঠিক এক বছর পর আবারও ফিরে এসেছি ‘ব্যবসার পরিস্থিতি’র পুরো টিম নিয়ে। এবার আমরা করেছি বর্তমান নিত্য-পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে। এবারও শ্রোতাদের দারুণ সাড়া পাচ্ছি।’’
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব