অনলাইন ডেস্ক :
শাপলা মিডিয়া প্রযোজিত ‘বিক্ষোভ’ সিনেমার শুটিং শেষ হয়েছে অনেক আগেই। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবং বাংলাদেশের শান্ত খান। বেশ কয়েক বার সিনেমাটির মুক্তির পরিকল্পনা করা হলেও করোনার কারণে সম্ভব হয়নি। এবার বেশ বড় পরিসরে সিনেমাটি প্রেক্ষাগৃহে ও ওটিটি প্লাটফর্মে মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। আগামী ১০ জুন সিনেমাটি মুক্তি পাবে বলে জানান শান্ত খান। শান্ত বলেন, সিনেমাটিতে আমি ছাত্রের চরিত্রে অভিনয় করেছি। এতে দেখানো হবে, আমরা সবাই নিরাপদ সড়কের আন্দোলনে নামি। আমার সঙ্গে কাজ করেছেন শ্রাবন্তী। সহশিল্পী হিসেবে তিনি খুবই ভালো। শ্রাবন্তী-শান্ত ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন বলিউডের রাহুল দেব।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব