January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 5th, 2021, 7:37 pm

আসছে শুক্রবার মুক্তি পাচ্ছে ‘পদ্মাপুরান’

নিজস্ব প্রতিবেদক:

মুক্তির অপেক্ষায় আছে রাশিদ পলাশের সিনেমা ‘পদ্মাপুরান’। গেল মাসেই প্রকাশিত হয় সিনেমার টিজার। এবার এলো ট্রেলার। লাইভ টেকনোলজি’র ইউটিউবে প্রকাশিত ট্রেলারটি প্রায় আড়াই মিনিটের। ট্রেলারে পদ্মা পাড়ের জন জীবনের গল্প সিনেমায় তুলে ধরারই ইঙ্গিত দিলেন নির্মাতা। যেখানে নদীকে নারীর সাথে তুলনা করা হয়েছে। শম্পা রেজা, সাদিয়া মাহি কিংবা প্রসূন আজাদদের ভিন্ন লুকে দেখা গেছে ট্রেলারে। আসছে ৮ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। বর্তমানে ছবির নির্মাতা ও কলাকুশলীরা ব্যস্ত আছেন ছবির প্রচারণার কাজে। রাশিদ পলাশ বলেন, ‘আমরা নদী পাড়ের মানুষের জীবনের একটা গল্প বলতে চেয়েছি এই ছবিতে। যেটা একেবারেই আমাদের গল্প। পদ্মার পাড়ের মানুষের গল্প।’ ‘পদ্মাপুরান’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ। নির্মাতা রাশিদ পলাশের হাতে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘প্রীতিলতা’। যার এখন পর্যন্ত ৩৫ ভাগ দৃশ্যধারণ শেষ। শিগগির ছবির বাকি অংশের শুটিং হবে বলে জানান নির্মাতা।