অনলাইন ডেস্ক :
প্রথম সেটটি ৬-৩-এ জেতার পর সবাই ধরে নিয়েছে নোভাক জকোভিচের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারবেন না দক্ষিণ কোরিয়ার কুন সুন-উ। ঠিক পরের সেটেই একই ব্যবধানে সার্বিয়ান টেনিস তারকাকে হারিয়ে চমক দেখান তিনি। উইম্বলডন চ্যাম্পিয়নশিপে প্রথম রাউন্ডেই পরীক্ষার সামনে জকোভিচ। দ্বিতীয় সেটে ছন্দ হারানো তৃতীয় বাছাই এ টেনিস তারকা এর পরই ফেরেন চেনা রূপে। তৃতীয় ও চতুর্থ সেট খুবই সহজেই জিতে নেন। গত সোমবার অল ইংল্যান্ড টেনিস ক্লাবে পুরুষ এককে প্রথম রাউন্ডে কোরিয়ার কুন সুন-উকে ৬-৩, ৩-৬, ৬-৩, ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন জকোভিচ। গত মাসে রোলাঁ গাঁরোয় কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদালের কাছে হারা জকোভিচকে গত সোমবার কঠিন চ্যালেঞ্জে পড়তে হয়। র্যাঙ্কিংয়ে ৮১ নম্বরে থাকা কুনের আক্রমণাত্মক ট্যাকটিকসের সামনে কখনোই স্বস্তিতে ছিলেন না সার্বিয়ার টেনিস তারকা। তবে অভিজ্ঞতায় এগিয়ে থাকা জকোভিচের সামনে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে কোরিয়ান কুনকে। ২ ঘণ্টা ২৭ মিনিটের লড়াইয়ে জেতার পর জকোভিচের উচ্ছ্বাস দেখেই মনে হয়েছে কতটা ঘাম ঝরাতে হয়েছে তাঁকে। মেয়েদের এককে শুভ সূচনা করেছেন টেনিসের দুই নম্বর তারকা ওনাস জাবেউর। এদিন প্রথম রাউন্ডে তিউনিশিয়ার টেনিস তারকা ৬-১, ৬-৩ সেট পয়েন্টে সুইডেনের মিরাম বোর্কলান্ডকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। হেরে গেছেন গ্রেট ব্রিটেনের জডি বারাগ। ইউক্রেনের লেসিয়া সুরেংকোর কাছে জডির পরাজয় ৬-২, ৬-৩ সেট পয়েন্টে।
আরও পড়ুন
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত