January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 16th, 2023, 8:43 pm

ইউক্রেন থেকে শস্য আমদানি নিষিদ্ধ করছে পোল্যান্ড

অনলাইন ডেস্ক :

পোল্যান্ডের কৃষিখাত রক্ষায় ইউক্রেন থেকে শস্য ও অন্যান্য খাদ্য আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। গত শনিবার দেশটির ক্ষমতাসীন আইন ও বিচার পার্টির (পিআইএস) নেতা জারোস্লো কাকজিনস্কি এ তথ্য নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নে উৎপাদিত শস্যের তুলনায় সস্তা ইউক্রেনীয় শস্য। ফলে পোল্যান্ডের স্থানীয় বাজারে খাদ্যশস্যের দাম ব্যাপক হারে কমে গেছে। অপরদিকে চাহিদা হারাচ্ছে দেশে উৎপাদিত শস্য। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে পোলিশ কৃষকরা। তাদের স্বার্থ বিবেচনায় নিয়েই ইউক্রেন থেকে শস্য ও খাদ্য আমদানি বন্ধের পরিকল্পনা করা হয়েছে। নির্বাচনী বছরে কৃষকদের মধ্যে দানা বাঁধা বিক্ষোভ রাজনৈতিক সমস্যা তৈরি করেছে পিআইএসের জন্য। ফলে এ সিদ্ধান্ত নিতে পিছপা হয়নি দলটি। এদিন পিআইএস নেতা জারোস্লো কাকজিনস্কি জানান, যেসব পণ্য নিষিদ্ধ করা হচ্ছে তা সরকারি প্রবিধানে অন্তর্ভুক্ত করা হবে। এই তালিকায় শস্য থেকে মধু পণ্য এবং আরও অনেক কিছু রয়েছে। তিনি আরও বলেন, পোল্যান্ড ইউক্রেনের অপরিবর্তিত বন্ধু এবং মিত্র, যা আছে এবং থাকবে। আমরা ইউক্রেনকে সমর্থন করি ও করব। তবে প্রতিটি রাষ্ট্র ও কর্তৃপক্ষের কর্তব্য যে কোনো ক্ষেত্রে তার নাগরিকদের স্বার্থ রক্ষা করা। এর আগে ইউক্রেনের কৃষিমন্ত্রী রবার্ট টেলাস বলেছিলেন, কিয়েভ পোল্যান্ডে খাদ্যশস্য রপ্তানি বন্ধ রাখার বিষয়ে রাজি হয়েছে। তবে দুদেশের মধ্যে ট্রানজিট সুবিধা চালু থাকবে এবং উভয় পক্ষই খুব কাছ থেকে এটি নজরদারি করবে, যাতে অবৈধভাবে কোনো আমদানি-রপ্তানি না হয়। প্রসঙ্গত, ইউক্রেনীয় খাদ্যশস্যের আমদানি বাড়ায় শুধু পোল্যান্ড নয়, হাঙ্গেরি, রোমানিয়া, স্লোভাকিয়া ও বুলগেরিয়ার কৃষকরাও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।