January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 31st, 2022, 6:52 pm

ইউনিয়ন ডাইরেক্টরি বইয়ের মোড়ক উম্মোচন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

প্রেসক্লাব কুলাউড়ার সাধারন সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদের লেখা “ইউনিয়ন ডাইরেক্টরি”বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। প্রেসক্লাব কুলাউড়ার আয়োজনে ৩১ আগষ্ট বিকেলে উপজেলা পরিষদের হল রুমে এ বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইয়ের মোড়ক উম্মোচন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বইয়ের লেখক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, এসময় বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, ব্রাক্ষনবাজার ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান মোছাদ্দেক আহমদ নোমান, কুলাউড়া ডির্গ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য সজল, কৃষি সম্প্রাসারন কর্মকর্তা বিল্লাল হোসেন, কুলাউড়া নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, কুলাউড়া শিল্পকলা একাডেমির সাবেক সাধারন সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, ডেইলি স্টার প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, মানবকণ্ঠ প্রতিনিধি জসীম চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুলাউড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, মৎস্য কর্মকর্তা মোঃ আবু মাসুম, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকশি ইকবাল, সহ-সভাপতি এম মছাব্বির আলী, কালেরকন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, আজকের পত্রিকার প্রতিনিধি সুমন আলম, বাংলাদেশের খবর প্রতিনিধি জিয়াউল হক জিয়া।