অনলাইন ডেস্ক :
রীতিমতো স্বপ্নের ফর্মে আছেন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে হওয়া টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন। চট্টগ্রামে ৮৮ রানের ইনিংস খেলার পর মিরপুরে ১৪১ ও ৫২ রানের ইনিংস খেলেন এই ডানহাতি। এবার এমন পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। আইসিসির প্রকাশিত সর্বেশেষ র্যাংকিংয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় ১২তম স্থানে উঠে এসেছেন লিটন দাস। যা তার ক্যারিয়ার সেরা। বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যাটারের বেলায়ও টেস্টে এটা সর্বোচ্চ অবস্থান। তার রেটিং এখন ৭২৪। ২০১৭ সালের আগস্টে তামিম ইকবালের রেটিং পয়েন্ট ছিল ৭০৯। এতদিন পর্যন্ত সেটাই ছিল বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ। চট্টগ্রাম টেস্টের পরেই র্যাংকিংয়ে উন্নতি হয় লিটনের। ৩ ধাপ এগিয়ে জায়গা করে নেন ১৭ নম্বরে। মিরপুরে দ্বিতীয় টেস্টের পর আরও উন্নতি হলো এই ব্যাটারের। অন্যদিকে, চট্টগ্রাম টেস্টে ভালো করলেও ঢাকা টেস্টে পরপর দুই ইনিংসে খারাপ করার কারণে ৫ ধাপ নিচে নেমে ৩২ নম্বরে আছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। টেস্ট অলরাউন্ডর র্যাংকিংয়ে পোস্টারবয় সাকিব আল হাসান চতুর্থ স্থানে ফিরে এসেছেন। মিরপুর টেস্টে ১৯তম ৫ উইকেট নেওয়ার পরও সাকিব আগের মতোই বোলারদের র্যাংকিংয়ে ২৯তম এবং ব্যাটার হিসেবে ৪৩তম স্থানে আছেন।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম