অনলাইন ডেস্ক :
নারী ও শিশুসহ বেশ কয়েক ডজন রোহিঙ্গা শরণার্থীকে বহনকারী একটি নৌকা ভেঙে পড়েছে। এখন তারা ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশের উপকূলের পানিতে আটকা পড়েছে। গত সোমবার স্থানীয় কর্তৃপক্ষ ও বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গারা বহু বছর ধরে সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে ঢোকার চেষ্টা করছেন। এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে সাগর শান্ত থাকায় তারা জীবনের ঝুঁকি নিয়ে নৌকাযোগে সাগরে নামেন। গত সোমবার জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, আচেহের বিরুয়েনের পানিতে রোববার রোহিঙ্গাদের বহনকারী নৌকাটি দেখা গেছে। শরণার্থীদের উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে। নৌকাটিতে ৭০ জনের মতো শরণার্থী ছিলেন। স্থানীয় মৎস্যজীবী কমিউনিটির নেতা বদরুদ্দিন জুসুফ বলেন, নৌকায় ১২০ জন রোহিঙ্গা ছিলেন। তাদের খাবার সরবরাহ করা হয়েছে। আটকেপড়া রোহিঙ্গাদের উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির ইন্দোনেশীয় নির্বাহী পরিচালক উসমান হামিদ বলেন, শরণার্থীরা যাতে সাগরে বিপজ্জনক পরিস্থিতি এড়াতে পারেন, সে জন্য তল্লাশি ও উদ্ধারে আঞ্চলিক দেশগুলোর যৌথ দায়িত্ব নেওয়া দরকার।
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেস ঘরের বাইরে কাজে গেলে এন–৯৫ মাস্ক পরার পরামর্শ অনীশ মহাজনের
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার