January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 1st, 2022, 8:49 pm

ইবির জন্য প্রায় ১৬০ কোটি টাকা বরাদ্দ দিলো ইউজিসি

ফাইল ছবি

২০২২-২৩ অর্থবছরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জন্য ১৫৯ কোটি ৬৯ লাখ টাকা বাজেট বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
এ বছর গবেষণা খাতে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৪২ লাখ টাকা (শূন্য দশমিক ৮৯ শতাংশ)।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক রাজিবুল ইসলাম কনক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূইয়া জানান, তারা ২১০ কোটি ৪০ লাখ টাকার বাজেট প্রস্তাব করলেও ইউজিসি ১৫৯ কোটি ৬৯ লাখ টাকা অনুমোদন করেছে।

—ইউএনবি