January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 8th, 2021, 7:52 pm

ইরাকে বিস্ফোরণে নিহত ৪

অনলাইন ডেস্ক :

ইরাকের বসরা নগরীতে বোমা বিস্ফোরণে অন্তত চার জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চার জন। গত মঙ্গলবার ইরাকি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, একটি মোটরসাইকেলে বিস্ফোরক ছিল। এটি বিস্ফোরিত হলে কাছে থাকা দুটি গাড়িতে আগুন ধরে যায়। এতে চার জন নিহত হয়। সিকিউরিটি মিডিয়া সেলের প্রধানের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘ফরেনসিক বিশেষজ্ঞ এবং বিশেষায়িত কারিগরি দল এখনও বিস্ফোরণের প্রকৃতি নির্ণয় করতে এবং আরও বিস্তারিত জানতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। তদন্ত এবং প্রযুক্তিগত প্রতিবেদনগুলো শেষ করার পরে সেলটি পরবর্তী বিবৃতিতে বিস্তারিত বিবরণ জানাবে।’ এ ঘটনার জন্য তাৎক্ষনিকভাবে কেউ দায় স্বীকার করেনি। তবে বসরার গভর্নর আসাদ আল ইদানি জানিয়েছেন, এতে দায়েশের (ইসলামিক স্টেট) সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।