অনলাইন ডেস্ক :
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক উইং আল-কাসেম ব্রিগেড দাবি করেছে, গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত তারা ইহুদিবাদী দেশটির বাহিনীর ১৩৬টি গাড়ি ধ্বংস করেছে। আল-কাসেমের মুখপাত্র আবু উবাইদা আল-আকসা টিভিতে জানান, ‘ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে আমরা ১৩৬টি ইসরায়েলি সামরিক যান সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংসের তথ্য নথিভুক্ত করেছি।’ খবর আনাদোলু, শিনহুয়ার। বিমান হামলা জোরদার ও গণহত্যা চালানোর মাধ্যমে ইসরায়েলি বাহিনী জিম্মিদের মুক্তি দিতে বাধা দিচ্ছে বলেও উল্লেখ করেছেন আবু উবাইদা। কয়েকদিন আগে ১২ জিম্মিকে যে মুক্তি দেওয়া হওয়ার বিষয়টিও জানান তিনি।
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে অভিমুখে হাজার হাজার রকেট বর্ষণ করে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি ইসরায়েলের সীমান্ত ভেদ করে দেশটিতে তা-ব চালায় হামাস যোদ্ধারা। এতে ইসরায়েলের নিহত হয়েছে ১ হাজার ৪০০ জন। আহত ৩ হাজারের বেশি। এছাড়া, হামাসের যোদ্ধারা অন্তত ২৫০ জনকে জিম্মি করে রাখে। এ ঘটনায় প্রতিশোধপরায়ণ হয়ে পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। যা এখনও চলছে। ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা এরইমধ্যে ছাড়িয়েছে ১০ হাজার। আহত হয়েছেন ২৫ হাজারের বেশি।
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস