অনলাইন ডেস্ক :
হুইলচেয়ারে বসে স্কটল্যান্ডের গ্লাসগোয় জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-২৬ এ প্রবেশ করতে না পারা ইসরায়েলের জ্বালানি মন্ত্রী কারিন এলহারারের ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সঙ্গে এক বৈঠকের সময় বরিস জনসন ‘ভুল বোঝাবোঝির’ জন্য কারিন এলহারারের কাছে ক্ষমাপ্রার্থনা করেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইসরায়েলি মন্ত্রী এলহারারের কার্যালয় ‘টাইমস অব ইসরায়েল’ পত্রিকাকে বলেছে, গ্লাসগোর সম্মেলনস্থলের বাইরে তিনি দুই ঘণ্টা অপেক্ষা করেছিলেন। তারপর তাকে বাধ্য হয়েই হোটেলে ফিরে যেতে হয়েছে। এ ঘটনায় ইসরায়েলের পক্ষ থেকে কপ-২৬ আয়োজকদের আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো হয়। বরিস জনসনের ক্ষমাপ্রার্থনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেছেন, ‘সেই দুর্ভাগ্যজনক ঘটনার পর তিনি দ্রুত বিষয়টি নিষ্পত্তি করতে এসেছেন, এজন্য তাকে ধন্যবাদ। সবার জন্য সমান সুযোগ তৈরি করাটা কতটা দরকার, তা এ ঘটনা আমাদের শেখাল।’ কোনো একটি রোগে মাংসপেশী সঙ্কুচিত হয়ে যাওয়ায় কারিন এলহারারকে হুইলচেয়ারের সাহায্য নিতে হচ্ছে। বিবিসি জানিয়েছে, কারিন হুইলচেয়ারে বসেই গত মঙ্গলবার কপ-২৬ সম্মেলনে অংশ নিয়েছেন। কারিন এলাহারার বিবিসিকে বলেন, ‘আমি খুব সহজেই এবার সম্মেলনস্থলে ঢুকতে পেরেছি। এটা অন্যরকম এক অভিজ্ঞতা ছিল। আশা করব, আগামীতে জাতিসংঘের সম্মেলনগুলোতে সবার প্রবেশাধিকার নিশ্চিত করা হবে।’ তিনি বলেন, ‘আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার নিয়ে অনেক কথাই বলি। কিন্তু বাস্তবে এসব নিয়মকানুন, বিধিনিষেধ কতটা মানছি আমরা? এ ঘটনাই এটাই দেখিয়ে দিল, সবক্ষেত্রেই আমাদের এসব বাস্তবায়ন করা দরকার। এবার যা হয়েছে, আশা করব, আগামীতে তার চেয়ে অন্যরকম কিছু হবে।’
আরও পড়ুন
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি