January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 9th, 2023, 9:22 pm

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট ১৩ জুন থেকে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহা উদযাপিত হতে পারে আগামী ২৯ জুন। এবারের ঈদে মানুষকে ঘরে ফেরাতে ১৩ জুন থেকে কাউন্টারে মিলবে বাসের অগ্রিম টিকিট। শুক্রবার (৯ জুন) বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শুভঙ্কর ঘোষ এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, গাবতলী এলাকা থেকে ছেড়ে যাওয়া উত্তর ও দক্ষিণবঙ্গের বাসের অগ্রিম টিকিট কাউন্টারে পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে। অন্যদিকে সায়েদাবাদ থেকে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট রুটের বাসের টিকিট পাওয়া যাবে।

অনলাইনেও পাওয়া যাবে। তবে মহাখালী টার্মিনাল থেকে চলা বাসের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। এই টার্মিনাল থেকে বাস ছাড়ার আগে টিকিট বিক্রি করা হয়। বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, সরকারি ছুটি শুরু হবে ঈদের আগের দিন থেকে। তাই ২৭ ও ২৮ জুনের বাসের টিকিটের চাহিদা থাকবে সবচেয়ে বেশি।