অনলাইন ডেস্ক :
ঈদুল ফিতরে বেশ কটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এই তালিকায় যুক্ত হলো ডিএ তায়েব-পরীমনি জুটির ‘কাগজের বউ’ সিনেমাটি। একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি। ডি এ তায়েব বলেন, এই ঈদে ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’ মুক্তি পেতে যাচ্ছে। আমাদের সিনেমার প্রযোজক এমনই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি অলরেডি তিনটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলেছেন। কারো সঙ্গে এখনো চূড়ান্ত হয়নি; তবে শিগগির দর্শকদের প্রিয় কোনো প্ল্যাটফর্মে দেখা যাবে এটি।’ গল্প প্রসঙ্গে ডিএ তায়েব বলেন, ‘অনেকদিন পর বাংলা সিনেমায় সামাজিক, পারিবারিক গল্প আসতে যাচ্ছে। একটা সময় এ ধরনের সিনেমা খুব নির্মাণ হতো। সময়কে মাথায় রেখে নতুনভাবে গল্প ও চরিত্রগুলো ফিরে আসবে।’ ‘কাগজের বউ’ সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। প্রযোজনা করছেন মাহবুবা শাহরীন। সিনেমাটিতে ডি এ তায়েব ও পরীমনি ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত