জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ঘর বাড়ি গাছ পালাসহ বৈদ্যুতিক সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। সঞ্চালন লাইন ক্ষতি গ্রস্থ হওয়ায় উপজেলার ৬টি ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়ের কবলে পড়ে স্বাধীন মিয়া নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ, মাইজবাগ, জাটিয়া, সোহাগী, সরিষা, আঠারবাড়ি এই ৬টি ইউনিয়নের উপর দিয়ে কাল বৈশাখী ঝড়ে বয়ে যায়। ঝড়ে উপজেলার মাইজবাগ ইউনিয়নে অর্ধশতাধিক ঘর বাড়ির ক্ষতি সাধিত হয়েছে। তন্মধ্যে কুমড়াশাসন গ্রামের জুলহাস উদ্দিন, মাসুদ মিয়া, ও আঠারবাড়ি ইউনিয়নের দক্ষিণ তেলুয়ারী গ্রামের নূরুল ইসলাম ও মহেশ্চাতুল গ্রামের শফিক মিয়ার বসত ঘর সম্পূর্ণ রুপে বিধ্বস্ত হয়। ঝড়ে বিধ্বস্ত গাছে সরাতে গিয়ে চাল থেকে পরে পৌর এলাকার দত্তপাড়া গ্রামের স্বাধীন মিয়ার (৫০) মৃত্যু হয়েছে।
উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম অনিতা বর্ধন জানান, কাল বৈশাখী ঝড়ে পল্লী বিদ্যুতের ১৫টি খুঁটি ভেঙ্গে পড়েছে। প্রায় শতাধিক গাছ পড়ে বৈদ্যতিক সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। উপজেলার বড়হিত তারুন্দিয়া উচাখিলা মগটুলা রাজিবপুর ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে। বাকী ৬টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২