জেলা প্রতিনিধি, পাবনা :
পাবনায় একটি ভাড়া বাসা থেকে সোনিয়া খাতুন নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ডের বাবু পাড়ায় একটি বাড়ির দোতলার বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনার পর থেকেই নিহতের স্বামী রুবেল পলাতক রয়েছে। নিহতের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পৌর এলাকায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার জানান, বুধবার রাতে স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয় তারা। সকালে নারীর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিন্হ রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২