অনলাইন ডেস্ক :
সবকিছু চূড়ান্ত হয়ে গিয়েছিল আগেই। বাকি ছিল কেবল ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আন্তোনির চুক্তি স্বাক্ষর। সেই আনুষ্ঠনিকতাও শেষ হয়ে গেল। এখন তার মাঠে নামার অপেক্ষা। নতুন সতীর্থদের সঙ্গে নতুন চ্যালেঞ্জে নামতে যেন তর সইছে না ব্রাজিলিয়ান উইঙ্গারের। ইউনাইটেড বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে আন্তোনির সঙ্গে পাঁচ বছরের চুক্তির খবরটি নিশ্চিত করেছ। তাদের বিবৃতিতে ট্রান্সফার ফির বিষয়ে কিছু বলা হয়নি। তবে আয়াক্সের আগের দেওয়া তথ্য অনুযায়ী, তরুণ এই ফুটবলারকে পেতে প্রাথমিকভাবে ইউনাইটেডের খরচ হচ্ছে ৯ কোটি ৫০ লাখ ইউরো। বিভিন্ন ফি বাবদ অঙ্কটা ১০ কোটি ইউরো পর্যন্ত হতে পারে। ২০২০ সালে ব্রাজিলের ক্লাব সাও পাওলো থেকে আয়াক্সে যোগ দেওয়ার পর সেখানে এরিক টেন হাগের কোচিংয়ে অসাধারণ সময় কাটান আন্তোনি। হয়ে ওঠেন দলটির একাদশের গুরুত্বপূর্ণ সদস্য। ডাচ দলটির হয়ে ৮২ ম্যাচ খেলে আন্তোনি গোল করেছেন ২৫টি, অ্যাসিস্ট ২২টি। টেন হাগ ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্লাবটি আন্তোনিকে আনার চেষ্টা করছিল। আয়াক্স তাকে ছাড়তে রাজি না হলেও ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড ক্যারিয়ারকে নতুন দিশা দিতে ছিলেন মরিয়া। অবশেষে ইচ্ছে পূরণ হওয়ায় উচ্ছ্বসিত তিনি। চুক্তির প্রক্রিয়া সেরে ইউনাইটেডের ওয়েবসাইটকে জানালেন তার অনুভূতির কথা। “বিশ্বের আইকনিক ক্লাবগুলোর একটিতে যোগ দিতে পারায় এটা আমার ক্যারিয়ারের অবিশ্বাস্য এক মুহূর্ত।” ব্রাজিল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে দুটি গোল করা আন্তোনির ক্লাব ফুটবলে গত মৌসুমটা কাটে অসাধারণ। আয়াক্সের হয়ে ২০২১-২২ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচে ১২ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান ১০টি। দলের টানা তৃতীয় লিগ শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতেও উঠেছিল নেদারল্যান্ডসের সফলতম দলটি। সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আন্তোনির। তার ইউনাইটেডে যোগ দেওয়ার পেছনে দলটির ডাগআউটে টেন হাগের উপস্থিতিই যে সবচেয়ে বড় কারণ, সেটাও পরিষ্কার হলো আন্তোনির কথায়। “আমার ক্যারিয়ার ও উন্নতির জন্য এরিক টেন হাগের কোচিংয়ে খেলাটাই সবচেয়ে ভালো কিছু। তার ফুটবল ও কোচিংয়ের ধরন আমার সেরাটা বের করে আনে।” “আয়াক্সের আমার সময় চমৎকার কেটেছেৃকিন্তু এখন আমি নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। নতুন সতীর্থদের সঙ্গে মাঠে নামতে এবং ম্যানচেস্টার ইউনাইটেডকে সফল করায় নিজের দায়িত্বটা পালন করতে আমার তর সইছে না।” প্রিমিয়ার লিগের এই আসরে চার ম্যাচে দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছে ইউনাইটেড। বৃহস্পতিবার লিগ টেবিলের তলানির দল লেস্টার সিটির মাঠে খেলবে প্রতিযোগিতার সফলতম দলটি।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর