অনলাইন ডেস্ক :
হন্ডুরাসের এক বিমানবন্দরে উড়ালের অপেক্ষায় থাকা আমেরিকান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের ককপিটে যাত্রী ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার এই ঘটনার সময় উড়োজাহাজটির ক্ষতি করেন তিনি। পরে তাকে হেফাজতে নেয় স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার আমেরিকান এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়, ওই যাত্রী ককপিটে প্রবেশের পরই কর্মীরা টের পায়। পরে তাকে গ্রেফতার করে স্থানীয় কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে ওই যাত্রীর পরিচয় প্রকাশ করা হয়নি। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এবিসি নিউজের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি ককপিটে প্রবেশ করে ফ্লাইট নিয়ন্ত্রণ সামগ্রীর ক্ষতি করে এবং একটি খোলা জানালা দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করে। তবে পাইলটরা তাকে নিবৃত্ত করেন। আমেরিকান এয়ারলাইন্সের বিবৃতিতে বলা হয়, ‘একটি কঠিন পরিস্থিতি সামাল দিতে আমাদের কর্মীদের পেশাদারিত্বের প্রশংসা করছি আমরা।’ ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ ছিল বোয়িং ৭৩৭-৮০০ মডেলের। ১২১ যাত্রী ও ছয় কর্মী বহনকারী প্লেনটি হন্ডুরাসের র্যামন ভিলেদা মোরালেস আন্তর্জাতিক বিমানবন্দরে রাখা ছিল। পরে আরেকটি উড়োজাহাজ পাঠিয়ে ওই যাত্রী ও কর্মীদের বহন করা হয়।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩