অনলাইন ডেস্ক :
বাংলাদেশের প্রথম ও একমাত্র ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়নস লিগে (এসিএল) খেলার লাইসেন্স পেয়েছে বসুন্ধরা কিংস। তাতে এ বছর হতে যাওয়ায় এশিয়ান ফুটবলের শীর্ষ এই টুর্নামেন্টে খেলতে আর বাধা নেই কিংসের। বাংলাদেশ থেকে তিনটি ক্লাব আবেদন করলেও অনুমোদন পেয়েছে শুধুই বসুন্ধরা কিংস। বাকি দুইটি ক্লাব লাইসেন্স পায়নি। মূলত ক্লাবের নিজস্ব মাঠ, ক্লাব ভবন, উন্নত সুযোগ সুবিধা, মানসম্মত কোচ, আর্থিক স্বচ্ছলতা ছাড়াও বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। সেসবের প্রায় অধিকাংশ শর্ত পূরণ করায় এএফসি চ্যাম্পিয়নস লিগ ও এএফসি কাপের জন্য বসুন্ধরা কিংসকে লাইসেন্স দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। আগামী আগস্টে এএফসি চ্যাম্পিয়নস লিগে প্লে-অফের ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস। যদিও ওই ম্যাচের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।
এছাড়া বসুন্ধরা কিংসের সঙ্গে এএফসি কাপের লাইসেন্স পেয়েছে আবাহনী লিমিটেড। চারটি ক্লাব আবেদন করলেও লাইসেন্স পেয়েছে এই দুই ক্লাব। ২০২১-২২ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন হিসেবে চ্যাম্পিয়নস লিগে খেলতে যাচ্ছে বসুন্ধরা কিংস। গ্রুপ পর্বে উঠতে না পারলে এএফসি কাপের গ্রুপ পর্বে সরাসরি খেলবে কিংস। গত মৌসুমে ফেডারেশন কাপ জেতায় এএফসি কাপের প্লে-অফে খেলবে আবাহনী লিমিটেড। আর কিংস যদি চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ পেড়িয়ে গ্রুপ পর্বে চলে যায় তাহলে এএফসি কাপে আরও একটি স্লট বেড়ে যাবে। কিন্তু এই মুহূর্তে লাইসেন্স করা আর কোনো ক্লাব নেই বাংলাদেশের।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম