January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 15th, 2023, 9:15 pm

এক বোয়ালের দাম ৪৫ হাজার টাকা

করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর আবার হবিগঞ্জ সদর উপজেলায় ঐতিহ্যবাহী পইল মাছের মেলা শুরু হয়েছে। এই মেলায় এক বোয়ালের দাম হাঁকা হয়েছে ৪৫ হাজার টাকা।

প্রতি বছর পৌষ সংক্রান্তিতে এ মেলার আয়োজন করে থাকেন আয়োজকরা।

রবিবার সকাল থেকে শুরু হওয়া মেলা চলবে সোমবার সকাল পর্যন্ত।

মেলায় বিভিন্ন পণ্যের সমারোহ হলেও বড় বড় মাছের আমদানি হয় বলে এটি মাছের মেলা হিসেবে খ্যাতি লাভ করেছে।

এছাড়া মেলায় ২৫ কেজি ওজনের একটি বোয়াল ৪৫ হাজার ও একই ওজনের বাঘাইর মাছ ৪৫ হাজার টাকা করে দাম হাঁকা হয়েছে।

গ্রাম বাংলার অবহমান কাল থেকে এ মেলা হয়ে আসছে। দিন দিন এর পরিধি বাড়ছে। মেলায় জেলার ভাটি এলাকার বিল হাওড়ই নয় পার্শবর্তী মৌলভীবাজার, সুনামগঞ্জ, বাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার আড়ত থেকে ব্যবসায়ীরা মাছ নিয়ে এসে বিক্রি করেন।

এছাড়া মেলায় মাছ ছাড়া বাঁশ, বেত ও কাঠের তৈরি আসবাবপত্র, মৃৎ শিল্প, কৃষি যন্ত্রপাতি, ফলমূল শিশুদের নানা জাতের খেলনা বিক্রি হয়।

মেলাকে কেন্দ্র করে প্রায় সপ্তাহ জুড়ে উৎসবের আমেজ বিরাজ করে।

এছাড়া মেলা উপভোগ করার জন্য দু-তিন দিন আগে থেকে পইল গ্রামের কাছে আত্মীয়দের বাড়িতে বেড়াতে আসেন।

গত দু’বছর মেলা না হওয়ায় এবার মেলায় উপচে পড়া ভিড় আরও লক্ষ্য করা গেছে।

—-ইউএনবি