January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 27th, 2021, 7:49 pm

একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু ১৪ নভেম্বর

ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৪ নভেম্বর বিকাল ৪টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন আহ্বান করেছেন।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেছেন।

সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করতে হয়।

মাত্র সাতটি বৈঠকের পর একাদশ সংসদের চতুর্দশ অধিবেশন ১৬ সেপ্টেম্বর স্থগিত করা হয়েছিল। করোনা মহামারির মধ্যে এটি সংক্ষিপ্ত আরেকটি অধিবেশন ছিল।