January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 28th, 2023, 7:42 pm

এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি আবু আলম চৌধুরী আর নেই

এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি আবু আলম চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার দিবাগত রাত ১১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের নামাজের জানাজা আগামীকাল বুধবার (১ মার্চ) বাদ জোহর নিকুঞ্জ-১ জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

আবু আলমের মৃত্যুতে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় জসিম উদ্দিন বলেন, ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য এফবিসিসিআই তার অবদান সবসময় মনে রাখবে।

এফবিসিসিআই সভাপতি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আলম ১৯৪৮ সালের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেন।

এফবিসিসিআই জানিয়েছে, পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে ৬৯ এর গণঅভুত্থানে তিনি প্রশংসনীয় ভূমিকা পালন করেছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায়, আলম সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন এবং পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

শিক্ষাজীবন শেষ করে তিনি মিডিয়া সেক্টরে ব্যবসা শুরু করেন।

চৌধুরী এফবিসিসিআই-এর সহ-সভাপতি ও পরিচালক হিসেবে ৬ মেয়াদে দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৮-২০১০ সাল পর্যন্ত কনফেডারেশন অব এশিয়া-প্যাসিফিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই)-এর ভাইস-প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি ডেইলি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সদস্য এবং সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন ইসি সদস্য ছিলেন।

—-ইউএনবি