অনলাইন ডেস্ক :
দেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার ও ফ্যাশন হাউস বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা মাঝেমধ্যে গানও করেন। দেশের কয়েক জন প্রতিষ্ঠিত সংগীতশিল্পীর সঙ্গে তাঁর গাওয়া গানগুলো প্রশংসিতও হয়েছে। বিপ্লব সাহা মানেই নতুন কোনো চমক। সারা বছর নতুন নতুন সব সৃষ্টিশীল বিষয় নিয়ে উপস্থিত থাকেন দেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। বিপ্লব সাহা জানান, ‘শুধু ফ্যাশন ডিজাইনের মধ্যে আমার সৃষ্টিশীলতাকে সীমাবদ্ধ না রেখে ভিন্ন মাত্রায় প্রকাশের লক্ষ্যেই আমার এই আয়োজন। তাই বছর শেষে থাকছে আমার শুভাকাক্সক্ষীদের জন্য নতুন চমক।’গানটির কথা লিখেছেন কথাশিল্পী মারুফ আহমেদ ও সুর করেছেন উজ্জ্বল সিনহা। গানটির ভিডিও ধারণ করা হয়েছে সিলেট ও মাওয়ার বিভিন্ন মনোমুগ্ধকর মনোরম পরিবেশে। বিপ্লব সাহা জানান, আজ রাত ৯টায় বিপ্লব সাহা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এবং একই সাথে বিশ্বরঙ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব