January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 10th, 2022, 7:57 pm

এবার ‘নাকফুল’ ছবিতে আলীরাজ

অনলাইন ডেস্ক :

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আলীরাজ। টিভি নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার। বিটিভিতে সেলিম আল দীনের লেখা ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নির্দেশনায় ‘ভাঙনের শব্দ শুনি’ নাটকে প্রথম অভিনয় করেন। সে সময় ডব্লিউ আনোয়ার নামে পরিচিত ছিলেন। নায়করাজ রাজ্জাকের হাত ধরে সিনেমায় এসে আলীরাজ নাম নেন। এরপরে প্রায় একশটিরও বেশি চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেছেন। চরিত্রাভিনেতা হিসেবে তিনি অগণিত চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার সময়বয়সী অনেকেই ক্যারিয়ার থেকে ছিটকে গেলেও আলীরাজ তার অভিনয়ের নৈপূণ্য দিয়ে রয়ে গেছেন আজও পর্দায়। সম্প্রতি শাকিব-পূজা জুটির ‘গলুই’ সিনেমায় কাজ করেছেন। করোনাকালীন বিরতি কেটেছে এ ছবি দিয়ে। এবার তিনি কাজ করছেন নতুন আরও একটি সিনেমায়। অলক হাসান পরিচালিত সিনেমা ‘নাকফুল’ ছবিতে দেখা যাবে তাকে। এরইমধ্যে সিলেটের মৌলভীবাজারে গত ৬ এপ্রিল থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন আলীরাজ। চলবে টানা শুটিং। নতুন সিনেমায় কাজের প্রসঙ্গে জাগো নিউজকে আলীরাজ বলেন, ‘নতুন সিনেমার শুটিং শুরু করেছি। মাঝে করোনার কারণে অনেকদিন কাজ করা হয়নি। ‘গলুই’ দিয়ে ফিরলাম। এখন ‘নাকফুল’ সিনেমায় কাজ করছি। খুব ভালো গল্প। আমার চরিত্রটিও সুন্দর। তাছাড়াও নতুনদের সাথে কাজ করতে আমার ভালো লাগে। কাজের প্রতি তারা অনেক ডেডিকেটেড।’ ছবিতে একজন কেয়ারটেকারের ভূমিকায় অভিনয় করবেন আলীরাজ। ছবির নায়িকা পুজা চেরীর বাবা চরিত্র এটি। ক্যারিয়ারে এই সময়ে এসব চরিত্র নিয়ে কতোটা সন্তুষ্ট আলীরাজ? জবাবে তিনি বলেন, ‘এমন কোনো চরিত্র নেই যে করিনি। আমি বললে ভুল হবে, দর্শক ও আপনারাও জানেন আলীরাজ বহু চরিত্রের অভিনেতা। আমি সবসময় নিজেকে ভেঙেছি এবং চরিত্রের সাথে মিলেছি তাই হয়তো দর্শক মনে রেখেছেন। আজও আমাকে চান। প্রতিনিয়ত যেসব চরিত্র আসে সবগুলোই উপভোগ করি।’ ‘গলুই’ সিনেমাটি এবারের ঈদে মুক্তি পাবে। এটি নিয়ে আপনার প্রত্যাশা কেমন, জানতে চাইলে আলীরাজ বলেন, ‘আলাদা করেই যদি কিছু বলি তাহলে বলব ‘গলুই’ দুর্দান্ত একটি সিনেমা। সিনেমাটির শুরু থেকে শেষ অব্দি পুরো গল্পই দর্শকদের মোহিত করবে। গ্রামীণ প্রেক্ষাপটের গল্প এখন তো অতীত। তবে এই সিনেমায় দেখা যাবে গ্রাম -বাংলার চরিত্রগুলো কত মধুর। খুব ভালো একটি সিনেমা পেতে যাচ্ছে সবাই। আর শাকিব-পূজা দুজনই দারুণভাবে অভিনয় করেছেন। আমার বিশ্বাস বিগত বছরগুলোর সিনেমার মধ্যে এই সিনেমাটিও আলোড়ন সৃষ্টি করবে।’