অনলাইন ডেস্ক :
মাঠে পারফরম্যান্স ভাল করতে না পারলেই পেতে হয় নানা হুমকি। বিশ্ব ফুটবলে যা নিয়মিত ঘটে চলছে। কিছু দিন আগে বাড়িতে বোমা হামলার হুমকি পেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা হ্যারি মাগুয়ের। এবার অনলাইনে খুনের হুমকি পেলেন একসময় ব্রাজিল জাতীয় দলে খেলা মিডফিল্ডার উইলিয়ান। ব্রাজিল জাতীয় দলের হয়ে ৮ বছরের ক্যারিয়ারে ৭০টি ম্যাচ খেলেছেন উইলিয়ান। ক্লাব ক্যারিয়ারে চেলসি, আর্সেনাল অধ্যায় শেষ করে এখন খেলছেন করিন্থিয়াসের জার্সি গায়ে। কিন্তু করিন্থিয়াস সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারছেন না তিনি। চলতি মৌসুমটা মোটেও ভাল যাচ্ছে না উইলিয়ানের। ক্লাবটির হয়ে ২৭ ম্যাচ খেলে করেছেন মাত্র এক গোল, অ্যাসিস্ট দুটি। এমন বাজে পারফরম্যান্সের কারণে করিন্থিয়াসের এক সমর্থক তাকে হত্যার হুমকি দিয়েছেন। সেই সঙ্গে অনলাইনে লিখেছেন,’হয় ভালবাসার জন্য খেলো আর না হয় মরার জন্য খেলো। ‘ এই হুমকির পর পুলিশের নিকট অভিযোগ করেন উইলিয়ান। অভিযোগের পর দ্রুতই পদক্ষেপ নেয় পুলিশ। গ্রেফতার করেন ২১ বছর বয়সী এক সমর্থককয়ে। পুলিশ কমিশনার সিজার সাদ জানিয়েছেন,’মাঠে ভালো পারফরম্যান্সের দাবি করা সমর্থকদের পক্ষে স্বাভাবিক। কিন্তু পুলিশ হত্যার হুমকি মেনে নিতে পারে না,এটা অপরাধ। ‘শুধু উইলিয়ান নয়, ব্রাজিলের ঘরোয়া ফুটবলের আরও দুই ফুটবলার;ক্যাসিও, গিল এবং মন্টিরো আলভেসকেও হুমকি দিয়েছে সমর্থকরা।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম