অনলাইন ডেস্ক :
অবশেষে পিএসজির জার্সিতেও ছন্দে ফিরলেন কিলিয়ান এমবাপ্পে। আগের চার ম্যাচে গোলের দেখা না পাওয়া এমবাপ্পে গত রাতে পেয়েছেন জালের দেখা। পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরেকটি গোল। পিএসজিও জিতেছে বড় ব্যবধানে। স্ত্রাসবুরকে হারিয়েছে ৩-০ গোলে। গত সপ্তাহে ইউরো বাছাইয়ে ফ্রান্সের হয়ে তিন ম্যাচে দুই গোল করলেও পিএসজির জার্সিতে গোল খরা চলছিল এমবাপ্পের।
অবশেষে গোল খরা কাটিয়েছেন তিনি। ম্যাচের ১০ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে এগিয়ে নেন এমবাপ্পে। ৩১ মিনিটে কার্লোস সোলারের গোলে অ্যাসিস্ট করেন এমবাপ্পে। ৭৭ মিনিটে তৃতীয় গোলটি করেন ফ্যাবিয়ান রুইজ। ৯ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে পিএসজি। এক ম্যাচ কম খেলা মোনাকো ১৭ পয়েন্ট নিয়ে আছে তিনে। ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে নিস।
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম