লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ নিতে তাসকিন আহমেদকে অনাপত্তি সনদ (এনওসি) দেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ, পেসারের ভারী কাজের চাপের বিষয় উদ্বেগ রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ বোলার ডানহাতি পেসার তাসকিন আহমেদ। এ ছাড়া বেশ কয়েকটি ম্যাচে আঘাতের কারণে তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তার পারফরম্যান্সকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে।
তবে গত কয়েক বছর ধরে, তিনি চোট নিয়ে কোনো বড় সমস্যা ছাড়াই মূলত খেলছেন।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, ‘খেলোয়াড়দের কাজের চাপ বিবেচনা করে, আমরা তাসকিনের জন্য এনওসি দেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারিনি। বোর্ডের নীতিমালার ভিত্তিতে চূড়ান্তভাবে জানানো হবে।’
এই মাসের শেষের দিকে এলপিএল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং তাসকিন টুর্নামেন্টে একটি দলের হয়ে খেলার আমন্ত্রণ পেয়েছেন।
এদিকে তাসকিনের এনওসি মুলতবি থাকলেও এলপিএলের জন্য শিগগিরই এনওসি পেতে চলেছেন তৌহিদ হৃদয়। জাতীয় দলে ব্যাটিং দক্ষতার পরিচয়দানকারী প্রতিভাবান ডানহাতি ব্যাটারের জন্য এটি প্রথম বিদেশি লিগে অংশগ্রহণের সুযোগ হবে।
বর্তমানে তাসকিন জিম্বাবুয়েতে জিম আফ্রো টি-১০ খেলায় ব্যস্ত, যেখানে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা উভয় দলই প্রতিদ্বন্দ্বিতা করছে।
তাসকিনের পাশাপাশি মুশফিকুর রহিমও খেলছেন জিম আফ্রো টি-টেন লিগে।
—-ইউএনবি
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল