January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 3rd, 2023, 9:01 pm

এশিয়া হকিতে চ্যাম্পিয়ন ভারত

অনলাইন ডেস্ক :

বৃষ্টির কারণে চলতি এশিয়া কাপ ক্রিকেটের ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে ভারত ও পাকিস্তানকে। ক্রিকেটে কাক্সিক্ষত ফল না এলেও এশিয়া ‘ফাইভ এ সাইড’ হকিতে ভারত-পাকিস্তানের মধ্যকার লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। খবর মালয় মেইল। শনিবার ওমানের সালালায় অনুষ্ঠিত ৫ জনের এই হকি টুর্নামেন্টে ৪-৪ গোলের সমতায় ম্যাচের সময় শেষ হয়ে যায়। ফল নির্ধারণে হয় টাইব্রেকার। পেনাল্টি শ্যুট আউটে শিরোপা নিয়ে মাঠ ছাড়ে ভারত। এর আগে শিরোপা নির্ধারণী ম্যাচে ম্যাচ শুরুর ৫ মিনিটেই এগিয়ে যায় পাকিস্তান।

এরপর দুই দফায় তাদের জালে বল পাঠিয়ে লিড নেয় ভারত। তবে সেই ধাক্কা সামলে পাকিস্তান করে আরও ২ গোল। ফলে ৩-২ গোল নিয়ে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে ফর্মে আসে ভারত। পাকিস্তান এক গোল পেলেও, ভারত দুইবার লক্ষ্যভেদ করতে সফল হয়। যার কারণে স্কোরলাইন ৪-৪ সমতায় চলে যায়। এরপর পেনাল্টি শ্যুট আউটে পাকিস্তানকে হারিয়ে দেন মনিন্দর সিংরা। ৫ জনের এশিয়া কাপের প্রথম সংস্করণের ট্রফি ওঠে ভারতের ঝুলিতে।