অনলাইন ডেস্ক :
টিএম রেকর্ডসের ব্যানারে প্রকাশ হলো এস আই টুটুলের নতুন গান ‘এমনই এক ধাঁধা’। কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল। বুধবার টিএম রেকর্ডসের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো গানটি। তুই আমারে দিলি বন্ধু, এমনই এক ধাঁধা, চাইয়া দেখি আমার পরাণ তোর পরাণে বাঁধা- এমন প্রেমময় কথার গানটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত এস আই টুটুল। তিনি বলেন, আমার ‘যায় দিন যায় একাকী’-গানটার বহুদিন পর এমন একটা গান পেলাম। গানটি আমার মন ছুঁয়ে গেছে। মনে হয়েছে এ ধরনের গানগুলোর জন্য আমিই যথার্থ শিল্পী। বিশেষ করে এ গানটার মধ্যে একটা ফিল্ম আছে। গানের গল্পটা দেখলেও মনে হবে যে এরমধ্যে একটা ফিল্মি ব্যাপার আছে। টুটুলের এ গানটির চিত্রায়ণ হয়েছে সিলেটের দারুণ সব লোকেশনে। নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। তিনি জানান, গানের চিত্রায়ণে ভাড়া করা হয় ট্রেনের পুরো একটি বগি। টুটুলের সঙ্গী হয়ে এর মডেল হয়েছেন চিত্রনায়ক নিরব ও নায়িকা তমা মির্জা। বড় পর্দার এ জুটি এই প্রথম কোনো মিউজিক ভিডিওতে এক হলেন। গানটির প্রযোজনা ও নির্মাণ তত্ত্বাবধায়নের পাশাপাশি এর স্টাইলিং করেছেন টিএম রেকর্ডসের চেয়ারপারসন ফারজানা মুন্নী।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত