January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 17th, 2022, 8:34 pm

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর: দীপু মনি

বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা আগস্টের মাঝামাঝি পরীক্ষা শুরু করতে চেয়েছিলাম। কিন্তু আগস্টে দেশে আরেকটি বন্যার সম্ভাবনা থাকায় আমরা সেপ্টেম্বরে পরীক্ষা পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

অল্প সময়ের মধ্যেই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান দিপু।

সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, ‘এখনো সিলেটের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে কিছু সমস্যা রয়েছে এবং আমরা ২৪ জুলাইয়ের মধ্যে বন্যা কবলিত জেলার শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক সরবরাহ করতে পারব।

তিনি বলেন, সিলেটে মোট ৬৮৩ সেট পাঠ্যবই এবং সুনামগঞ্জে ১০ হাজার ৫৮৬টি বই বিতরণ করা হবে।

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, নভেম্বরে এইচএসসি পরীক্ষা শুরু করতে পারবো বলে আশা করছি।

তিনি বলেন, ‘আমরা ২০২৩ সালে ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু করতে সক্ষম হব।

দেশে বন্যা পরিস্থিতির কারণে ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা থাকা সব শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা ১৭ জুন স্থগিত করা হয়।

এর আগে করোনভাইরাস মহামারির কারণে এ পরীক্ষা প্রায় চার মাস পিছিয়েছিল। সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়।

গত ৬ জুলাই দীপু মনি বলেন, বন্যা কবলিত এলাকার যেসব শিক্ষার্থীদের পাঠ্যবই হারিয়েছে তাদের নতুন বই দেয়া হবে।

বই বিতরণ শেষ হলে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করতে একটু সময় দিতে হবে বলে যোগ করেন তিনি।

বন্যার্ত শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক হস্তান্তরের পরই সরকার স্থগিত এসএসসি পরীক্ষা নেবে বলেও জানান মন্ত্রী।

—ইউএনবি